মাহবুব পিয়াল,ফরিদপুর : একদফা দাবী আদায়ের লক্ষে ফরিদপুর বিভাগীয় রোর্ড মার্চ চলছে। সকল ১১ টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে পথসভর মাধ্যমে হতে শুরু হয় মার্চ। দুপুর ১ টা ৫০ মিনিটে রোড মার্চটি ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এসে উপস্থিত হয়।
সেখানে রোড মার্চটি পৌছালে পথসভাটি জনসমুদ্রে পরিনত হয়। এর আগে সকালে থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুর জেলার বিভিন্ন থানা থেকে মিছিল এসে রাজবাড়ী রাস্তার মোড় এলাকাটি মুহুর্তের মধ্যে ভরে যায়। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো এলাকা।
সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যে সেলিমা রহমান।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, অতিশীঘ্রই বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।