মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। পরে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর ও জেলা ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্রের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহাজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, এনজিও ব্যক্তিত্ব কাজী আশরাফুল হাসান, আনম ফজলুল হাদী সাব্বির সহ জেলার বিভিন্ন সরকারী, বেসরকারী দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।