1. admin@thedailypadma.com : admin :
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং করছে পাকিস্তান - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং করছে পাকিস্তান

  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং করছে পাকিস্তান। পাওয়ার প্লেতে ডাচ বোলারদের আঘাতে দিশেহারা হয়ে পড়েছে পাক ব্যাটিং লাইনআপ। ৩৮ রানের মধ্যেই ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটার। সেখান থেকে মোহাম্মদ রিজওয়ান আর সৌদ শাকিল জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আনপ্রেডিক্টেবলরা। তারা শুধু জুটিই গড়েননি, দলের রানকেও বলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়িয়ে চলেছেন। এরই মধ্যে তাদের জুটিতে উঠে গেছে শতরান, রিজওয়ান ও সৌদ তুলে নিয়েছেন ব্যক্তিগত ফিফটিও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭.১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৫৬ রান। সৌদ শাকিল ৬২ আর মোহাম্মদ রিজওয়ান ৫২ রানে অপরাজিত আছেন।

এর আগে রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে শুরুতেই চেপে ধরে নেদারল্যান্ডস। প্রথম ওভারের শেষ বলে চার হাঁকান পাক ওপেনার ফখর জামান। পরের ওভারে আরও দুটি চার মারেন এই বাঁহাতি ব্যাটার। এরপরই শুরু হয় ডাচ বোলারদের রাজত্ব। ইনিংসের চতুর্থ ওভারে ১২ রান করা পাক ওপেনার ফখরকে ফেরান লোগান ভ্যান বেক।

তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসেই পাকিস্তান অধিনায়ক বাবরকে ফেরান কলিন অ্যাকারম্যান। ডাচ স্পিনারের বলে আউট হওয়ার আগে মাত্র ৫ রান করেন বাবর। ৪ রানের ব্যবধানে তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার ইমাম। ১৫ রান করে ডাচ পেসার পল ভ্যান মিকেরেনের বলে থার্ডম্যানে ক্যাচ দেন এই বাঁহাতি ওপেনার।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মাদ নওয়াজ, হাসান আলি, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডাউড, তেজা নিদামানুরু, বাস ডি লিডি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), লোগান ফন ভিক, সাকিব জুলফিকার, রুলফ ফন ডার মারওয়ে, পল ফন মেকিরেন, আরিয়ান দত্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews