1. admin@thedailypadma.com : admin :
ঢাকা থেকে রেল যোগে ফরিদপুরের ভাঙ্গায় আসবেন প্রধানমন্ত্রী, বরণ করতে ব্যাপক প্রস্তুতি - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জাকসু নির্বাচন: সন্ধ্যা নয়, ফলাফল হতে পারে রাত ১০টার পর জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার এখনো উত্তাপ ছড়াচ্ছে, বেড়েছে মুরগির দাম কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না: নেতানিয়াহু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই: প্রধান উপদেষ্টা জাকসুর ভোট গণনা শুরু, প্রদর্শিত হচ্ছে এলইডি স্ক্রিনে এক নজরে বিশ্ব সংবাদ: ১১ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ঢাকা থেকে রেল যোগে ফরিদপুরের ভাঙ্গায় আসবেন প্রধানমন্ত্রী, বরণ করতে ব্যাপক প্রস্তুতি

  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৯৪ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ঢাকা থেকে পদ্মাসেতুর উপর দিয়ে রেল যোগে ফরিদপুরের ভাঙ্গায় আসবেন প্রধানমন্ত্রী । এই খবরে আনন্দের বন্য বইছে ফরিদপুরবাসীদের মধ্যে।উৎসবে মেতেছে তারা। বিভিন্ন রং এর ফেষ্টুন,প্লাকার্ড দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা। ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামীকাল ১০ই অক্টোবর মঙ্গলবার প্রধানমন্ত্রী ভাঙ্গায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রীকে বরণ করতে ভাঙ্গায় চলছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে ভাঙ্গা পৌরসভার খন্দকার টাওয়ারে বিশেষ বর্ধিত সভা করেছে আওয়ামী লীগ। ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও এস এম কামাল হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজি সহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় , জেলা এবং ফরিদপুরের বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। ঐদিন সবাইকে সুশৃংখলভাবে জনসভায় উপস্থিত হওয়ার আহবান জানান।

বৈঠক সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী ভাঙ্গার বামনকান্দা রেলস্টেশনে তিনি ট্রেন থেকে নামবেন। তার আগে মুন্সীগঞ্জের মাওয়ায় সুধী সমাবেশ করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভাঙ্গার বামনকান্দা রেলস্টেশন বর্ণিল সাজে সেজেছে। বামনকান্দা এলাকা ঘুরে দেখা গেছে, রেলওয়ে শ্রমিকদের শেষ মুহূর্তের কাজ সমাপ্ত করতে তারা ব্যস্ত রয়েছেন।

অন্যদিকে ভাঙ্গা বিশ্ব রোড থেকে ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়াম পর্যন্ত ছোট রাস্তাটি চওড়া করা হচ্ছে। ১৮ ফুটের রাস্তাটি ৪০ ফুট প্রশস্থ করা হচ্ছে। রাস্তার দুই ধারের অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। রাস্তার উপরের বৈদ্যুতিক খুঁটিগুলো সরিয়ে রাস্তার বাইরে নেওয়া হচ্ছে। এছাড়া স্টেডিয়ামের আশেপাশের খালি জায়গা গুলো বালু দিয়ে ভরাট করে গাড়ি রাখার এবং লোকজন দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভাঙ্গার এক্সপ্রেসওয়ে, মহাসড়ক ও স্টেডিয়াম মাঠ ও আশে পাশের সড়কে সুদৃশ্য তোরন নির্মাণ করছে ও বিল বোর্ড টানিয়েছে। স্টেডিয়ামের অফিস বিল্ডিং এর সামনে প্রধানমন্ত্রীর জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেডিয়াম এবং রেল স্টেশন কঠোর তত্ত¡াবধানে রেখেছেন। এদিকে ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে বহন করার জন্য ১৩ বগি ও ২ ইঞ্চিন বিশিষ্ট একটি বিশেষ ট্রেন শনিবার ভাঙ্গা পৌছেছে। ট্রেনটি রবিবার কয়েকবার ভাঙ্গা থেকে পদ্মাসেতু হয়ে মাওয়া পর্যন্ত পরীক্ষা মুলক চলাচল করছে।

অপরদিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে গত শনিবার রাতে জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের বাসায় নেতা কর্মীদের সঙ্গে প্রস্তুতিমুলক এক বৈঠক করেন। সেখানে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে তিনি তার কর্মীদের সুশৃংখলভাবে জনসভায় অংশগ্রহণ করার আহŸান জানান।

প্রধানমন্ত্রীর ভাঙ্গায় আগমনের প্রস্তুতির ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইন চার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, আগামী ১০ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বাহিনী নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে। আমরা ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাজাহান মহোদয়ের নির্দেশে আইনশৃঙ্খলা শতভাগ নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করেছি।

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে এবং বামনকান্দা রেলস্টেশনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার স্যারের নির্দেশে এবং তাঁর তদারকিতে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। রবিবার সন্ধ্যা নাগাদ প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ এবং প্রধানমন্ত্রীর আগমনের রাস্তা নির্মাণ শতভাগ সম্পন্ন করা হবে। আইনশৃঙ্খলা সহ সকল বিষয় গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাঙ্গা আগমন শতভাগ সফল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews