1. admin@thedailypadma.com : admin :
তিন ফিফটিতে ভর করেই ৩২২ রানের বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

তিন ফিফটিতে ভর করেই ৩২২ রানের বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৭৩ Time View

ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। এ ম্যাচে তিন ফিফটিতে ভর করেই ৩২২ রানের বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড।

সোমবার (৯ অক্টোবর) হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

এদিন টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। এ ম্যাচে জিমি নিশামের পরিবর্তে দলে লকি ফার্গুসনকে নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। এ দু’জনের ব্যাট থেকে ভালো ‍শুরু পায় কিউইরা।

উইকেটে থিতু হয়েও ব্যক্তিগত ইনিংস বড় করতে ব্যর্থ হয়ে ৩২ রানে সাজ ঘরে ফেরেন আগের ম্যাচে দেড়শ রান করা কনওয়ে। তার বিদায়ে উইকেটে আসেন রাচিন রবীন্দ্র। তাকে সঙ্গে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন ইয়ং। এরপর মিকেরেনের বলে বাসের তালুবন্দী হন ৭০ রান করা ব্যাটার ইয়ং। এরপর খানিকটা চাপে পড়ে কিউইরা। তবে সেই চাপ ‍মুহূর্তেই সামলে ড্যারিল মিচেলের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন রবীন্দ্র। একই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধ শতক তুলে নেন তিনি। তাতে কিউইদের স্কোরকার্ড আবারে সচল হয়।

ফিফটির ইনিংস অবশ্য লম্বা করতে পারেননি রবীন্দ্র। মারওয়ের বলে অ্যাডওয়ার্ডসের তালুবন্দী হন তিনি (৫১)। পরে ক্রিজে আসেন কিউই দলপতি টম লাথাম। উইকেটে এসেই হাতখুলে ব্যাটিং শুরু করেন তিনি। এরপর ফিফটি তুলে নেন কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক। উইকেটে এসেই সাজঘরে ফিরে যান গ্লেন ফিলিপস (৪) ও মার্ক চাপম্যান (৫)। তবে শেষ মুহূর্তে মিচেল স্যান্টনারের ক্যামিও ইনিংসে তিনশো পেরিয়ে যায় কিউইরা। তার অপরাজিত ৩৬ -এ ভর করে ব্ল্যাকক্যাপসদের ইনিংস থামে ৩২২ রানে।

নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন আরিয়ান দত্ত, মিকেরেন ও মারওয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews