ইসরায়েলের দক্ষিণের শহর আশকেলন থেকে বাসিন্দাদের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে সরে যেতে হুঁশিয়ারি দিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। কারণ সেখানে হামলা করা হবে বলে তারা ঘোষণা দিয়েছে।
ওই সময়সীমা পার হওয়ার পর জানা যাচ্ছে, আশকেলন শহর থেকে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপেও পোস্ট করেছে যে, আশকেলনে সাইরেন বাজছে।
এদিকে, হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামাসের ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১০০৮ জনে।
অপরদিকে, গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৮০০ জনেরও বেশি দাঁড়িয়েছে।
সূত্র : আল-জাজিরা।
Leave a Reply