মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের নামে একটি সড়কের নাম করন করা হয়েছে। শুক্রবার বিকালে আনুষ্টানিকভাবে নাম ফলকের শুভ উদ্বোধন কর হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফলক উন্মোচন করেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আলতাফ হোসেন।
এসময় সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের জৈষ্ঠপুত্র বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি এম টিপু সুলতান, ফরিদপুর জেলা কমিটির সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রুমন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের নামে সড়কের নাম করন ও ফলক উন্মোচন করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।