মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খানের অভিনিত সিনেমা ‘জওয়ান’। তবে মাস ঘুরতে না ঘুরতেই অনেকটা আয় কমে গিয়েছিল ‘জওয়ান’-এর। কিন্তু ভারতের জাতীয় চলচ্চিত্র দিবসের দিন পুরো চিত্রই উল্টো দেখা যায়। সেদিন একাধিক রেকর্ড ভেঙে পুনর্জীবন ফিরে পেয়েছে শাহরুখ খানের এ ছবি।
জানা যায়, বেশ কিছুদিন ধরেই আয় কমে গিয়েছিল ‘জওয়ানের’। হঠাৎ ১৩ অক্টোবর এক লাফে বেড়ে যায় ছবির আয়। ভারতের জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে মাত্র ৯৯ টাকায় একাধিক মাল্টিপ্লেক্সে ‘জওয়ান’-এর টিকিট বিক্রি হয়েছে। হঠাৎ আয় বাড়ার পেছনে এটা একটা বড় কারণ হতে পারে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এটাই প্রথম হিন্দি ছবি ভারতীয় ছবির ইতিহাসে যা গোটা বিশ্বজুড়ে ১১২৫ কোটি টাকা আয় করেছে। বেশ কয়েকদিন ধরেই জওয়ান ৭০ থেকে ৮০ লাখ টাকা আয় করছিল। কিন্তু জাতীয় চলচ্চিত্র দিবসের দিন একলাফে তা বেড়েছে। এদিন ৫ কোটি টাকার ব্যবসা করেছে জওয়ান।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।