আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইসির বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা বৈঠকে উপস্থিত আছেন।
ইসির পক্ষ থেকে বলা হয়েছে 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা' শীর্ষক কর্মশালায় ৩৮ জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করার কথা জানানো হয়েছিল নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে। সম্পাদকদের সঙ্গে বৈঠক করতে আমন্ত্রণপত্রের সঙ্গে ধারণাপত্রও দিয়েছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। যা নিয়ে অবশ্য বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে ইসিকে।
নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথাও জানানো হয়েছে ইসির পক্ষ থেকে। যদিও নির্বাচনকালীন সরকার নিয়ে এখনো বড় দুই দল মতৈক্যে পৌঁছাতে পারেনি। তবে সময়মতো নির্বাচন করার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে ইসি। সেজন্য সেরে নিচ্ছে সব ধরণের প্রস্তুতি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।