মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রবিবার থেকে শুরু হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসক কর্যালয়ের হল রুমে উদ্বোধনী অনুষ্টানে
সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
এসময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াসিন কবির,অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট রামানন্দ পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শাহজাহান, সিভিল সার্জন ডাঃ সিদ্দিকুর রহমান, এফডিএ নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান,পৌর কাউন্সিলর মতিউর রহমান শামিম,ফরিদপুর প্রেসক্লাসের সহ-সভাপতি সন্জিব দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।র্যালী থেকে সাধারন মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরন করা হয়। পরে শহরের কমলাপুর তেতুলতলা এলাকায় কিটনাশক ও ফগার মেশিন চালিয়ে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
Leave a Reply