মাহবুব পিয়াল, ফরিদপুর : "স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ", এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে বুধবার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ।
পরে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার ।
এ সময় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়াছিন কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোঃ নঈম, নারী উদ্যোক্তা তামান্না মোসলেম মীরা,আলেয়া বেগম সহ যুব সংগঠনের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত বাড়ই। অনুষ্ঠানে ফরিদপুর জেলার ১শত ৩১ জন প্রশিক্ষিত যুবকের মাঝে ৭৩ লক্ষ ৭৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।