মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে বিশিষ্ট শিক্ষাবিদ ,আইনজীবী ও রাজনীতিবিদ ফরিদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কবি নাসির উদ্দিন আহমেদ মুসার ১৫ তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে ফরিদপুরে পালিত হয়েছে।
মৃত্যুবাষির্কী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সিটি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফরিদপুর সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী আফসার উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় নাসির উদ্দিন আহমেদ মুসার বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক মোঃ আলতাফ হোসেন, সাংবাদিক ও প্রাবান্ধিক মফিজ ইমাম মিলন, নাসির উদ্দিন আহমেদ মুসার সহধর্মিনী কবি শামীমা আরা বেগম , অধ্যাপক রেহেনা পারভীন, অধ্যাপক মো: আমিরুজ্জামান মিয়া,অধ্যাপক শুক্লা ঘোষসহ অন্যান্যরা।
পরে ফরিদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ মুসার রুহের মাগফিরাত কমনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মো: রুহুল আমিন মোল্লা।এর আগে কলেজ অধ্যক্ষ প্রফেসর কাজী আফসার উদ্দিন এর নিকট অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ মুসার একটি প্রট্রেট ছবি তুলে দেয়া হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।