মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার গেল সুন্দরবন এক্সপ্রেস। বুধবার (১ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসে ট্রেনটি। নতুন রুটে দূরত্ব কমে যাওয়ায় সময় কম লাগবে অন্তত দুই ঘণ্টা।
ফরিদপুর রেল স্টেশনে বৃহস্পতিবারবার (২ নভেম্বর) রাত ৩টার সময় যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দেন। এ সময় ফরিদপুর স্টেশনে এর কাছে বরাদ্দকৃত টিকিট গুলোর সবগুলোই বিক্রি হয়ে যায়।
ফরিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার তাকদির হোসেন জানান, খুলনা থেকে ২২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। ফরিদপুর স্টেশনে এসে পৌঁছায় রাত ২টা ৫৭ মিনিটের সময়। পরে তিন মিনিটের যাত্রা বিরতি শেষে তিনটার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা করে ট্রেনটি।
তিনি আরও জানান, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রুট পরিবর্তন করে কুষ্টিয়ার পোড়াদাহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছেছে ভোর ৫টা দশ মিনিটে। আজ বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে ফরিদপুরে ১০টা ৮ মিনিটে এসে পৌছায় ট্রিনটি।
ফরিদপুর থেকে ছেড়ে বিকেল ৩টা ৫০ মিনিটে খুলনায় গিয়ে পৌছেছে ট্রেনটি। তিনি বলেন, নতুন এই রুটে সময় কম লাগছে অন্তত ২ ঘণ্টা।
রেল স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকায় য়ায়। সুন্দরবন ট্রেনে মোট আসন সংখ্যা ৮৬০টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি বার্থ ৪৮টি ও স্নিগ্ধা ৩২০টি। আর ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের আসন সংখ্যা ৯০৮টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি সিট ৯৬টি ও স্নিগ্ধা ৩২০টি।
ফরিদপুর থেকে ঢাকা পর্যন্ত সুন্দরবন আন্তঃনগর ট্রেনের ভাড়া শোভন চেয়ার শ্রেণি ২৬৫ টাকা রাখা হয়েছে।#
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।