যানজটের ভোগান্তি দূর করতে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় রাজধানীতে নির্মিত হয়েছে মেট্রোরেল। শনিবার (৪ নভেম্বর) আগারগাও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার পর্যন্ত চালু হবে মেট্রো লাইন-৬।
জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের পথ মাত্র ৩১ মিনিটে পার হতে পারবেন যাত্রীরা। পুরো পথের জন্য ভাড়া গুনতে হবে ১০০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশন থাকলেও আপাতত মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, সচিবালয় ও ফার্মগেট-এই তিন স্টেশন থামবে মেট্রোরেল। নির্মাণকাজ সম্পূর্ন না হওয়ায় সময়সূচিতেও আছে কিছু সীমাবদ্ধতা।
Leave a Reply