ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে ইসরাইল সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে। এর পর থেকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস শাসিত গাজায় প্রতি ১০ মিনিটে একজন ইসরাইলি সৈন্য আহত বা নিহত হচ্ছে।
শনিবার (৪ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস শাসিত গাজায় ইসরাইল অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। এতে ইসরাইলি সেনাবাহিনীর ৬৬৯ ইউনিট অংশ নিয়েছে। হামাসের তীব্র প্রতিরোধের মুখে ইসরাইলি বাহিনীতে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। হিসেবে করে দেখা গেছে, বর্তমানে প্রতি ১০ মিনিটে একজন ইসরাইলি সৈন্য আহত বা নিহত হচ্ছে।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল। এখন পর্যন্ত ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী গাজায় ১৫০টি স্থল ও উদ্ধার অভিযান চালিয়েছে। এতে ১০ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে নয় হাজার ২২৭ জন ফিলিস্তিনি এবং এক হাজার ৫৩৮ জনেরও বেশি ইসরাইলি রয়েছে।
গাজার স্কুল, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইসরাইল
বরুদ্ধ গাজার স্কুল, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল ও অ্যাম্বুলেন্সগুলো লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাবালিয়া শরণার্থী ক্যাম্পের জাতিসঙ্ঘ পরিচালিত একটি স্কুলে ইসরাইলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
গাজার সিটিতে একটি অ্যাম্বুলেন্স বহরে শুক্রবার ইসরাইলি হামলায় ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
ইসরাইল এ হামলার দায় স্বীকার করে বলেছে, তবে তারা হামাসকে লক্ষ্য করে হামলা করেছিল।
সূত্র : আলজাজিরা
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।