বিএনপি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি বিরোধী দলের ডাকা দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের সামনে বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে গুলিস্তান চত্বর এলাকায় মঞ্জিল পরিবহনের একটি বাসে এই আগুন দেয়া হয়।
আগুন নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আটটার মধ্যে রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়দাবাদে তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।