শ্রীলংকার বিপক্ষে সম্মান বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করবে শ্রীলংকা।
বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে সম্মান বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অর্থাৎ বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করবে শ্রীলংকা। এ নিয়ে বিশ্বকাপে আরও একবার টস জিতলেন সাকিব আল হাসান।
দিল্লির মাঠে সন্ধ্যার পর শিশিরের কথা মাথায় রেখে পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সাকিব।
শ্রীলংকার অধিনায়ক কুসাল মেন্ডিস বলেছেন, আগে ব্যাটিং করা নিয়ে সমস্যা নেই তাদের। তিনশর বেশি রান করার লক্ষ্য তার দলের।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা,ধনঞ্জায়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুশ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।