ক্রিকেটের ২২ গজে বিরাট কোহলি মানেই যেন রেকর্ডের পর রেকর্ড। কেনো তিনি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তার প্রমাণ আবারো মিলল বিশ্বকাপে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা শতক হাঁকিয়ে গড়েছেন রেকর্ড। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়ে শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে রেকর্ডবুকের অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে যায় কোহলি। এবার শচীনের আরেকটি রেকর্ড ভেঙে রেকর্ড গড়লেন কিং কোহলি।
কোনও বৈশ্বিক আসরে এ পর্যন্ত ৬৭৩ রান ছিল সর্বোচ্চ। যেটা ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার ২০০৩ সালে করেছিলেন। এ রেকর্ড ভাঙতে আজ মাঠে নামার আগে মাত্র ৮০ রান দূরে ছিল বিরাট। সেমিফাইনালে আজ ৮০ করেই এই রেকর্ড ভেঙে ফেলছেন কোহলি। এখন পর্যন্ত ৮১ রানে ব্যাট করছেন এই তারকা ব্যাটার।
এদিকে বিশ্বকাপে দুই শতক হাঁকিয়ে ওয়ানডেতে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি নিয়ে ক্রিকেটের ঈশ্বর শচীনের রেকর্ডে ভাঙতে বসিয়েছেন কোহলি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি শতকের মালিক এতোদিন ছিল শচীনের।
ফলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ (৪৯) শতক হাঁকানোর রেকর্ডের( অ্যাক্টিভ ক্রিকেটার) মালিক এখন কোহলি। আরো একটি শতক হাঁকালে এককভাবে হয়ে যাবেন ক্রিকেট (ওয়ানডে) বিশ্বের সর্বোচ্চ শতকের মালিক।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।