1. admin@thedailypadma.com : admin :
বিশ্ব রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্য দিলো ভারত - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

বিশ্ব রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্য দিলো ভারত

  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৯২ Time View

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে কিউই বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে ভারতীয় ব্যাটাররা। তাণ্ডব চালিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান তুলে নিয়েছে ভারত। যা বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৩৯৮ রান। ভারতের হয়ে আজ জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার।

কিউইদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব চালাতে থাকেন রোহিত শর্মা। তবে বিধ্বংসী হয়ে ওঠা রোহিতকে ফেরান টিম সাউদি। রোহিত ফিরে গেলে বিরাটকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালান শুভমান গিল। ব্যক্তিগত ৭৯ রানে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে গেলে জুটি গড়েন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। এই দুই জনই আজ তুলে নেন জোড়া সেঞ্চুরি। আজ সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড গড়েন বিরাট । ৫০ ওভারের সংস্করণে ৫০ সেঞ্চুরির মালিক বনে গেছেন ভারতীয় এ ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান তোলে ভারত। শুভমান গিল সুস্থ হয়ে মাঠে নেমে অপরাজিত থাকেন ৮০ রানে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই কিউই বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। আর তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন শুভমান গিল।

এই জুটিতে ভর করে মাত্র ৫ ওভারেই দলীয় অর্ধশতক পূর্ণ করে ভারত। ক্রমেই ভয়ংকর হয়ে উঠছিলেন রোহিত। অবশেষে তাকে ফেরান টিম সাউদি।

অর্ধশতকের দ্বারপ্রান্তে থাকা রোহিত ২৯ বলে ৪৭ রান করে টিম সাউদির বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৭১ রানে ভাঙে ভারতের ওপেনিং জুটি।

রোহিতের বিদায়ের পর বিরাট কোহলিকে নিয়ে জুটি গড়েন শুভমান গিল। কোহলিকে সঙ্গে নিয়ে কিউই বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন তিনি। এই জুটিতে ভর করে মাত্র ১২ ওভারেই দলীয় শতক তুলে নেয় টিম ইন্ডিয়া।

কিউইদের বিপক্ষে শুভমান গিল আজ ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন ৪১ বলে। অর্ধশতক তুলে নেওয়ার পর আরও ভয়ংকর হয়ে ওঠছিলেন তিনি। তবে ৬৫ বলে ৭৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।

রিটায়ার্ড হার্ট হয়ে শুভমান গিল মাঠ ছেড়ে চলে গেলে শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে জুটি গড়েন বিরাট কোহলি। এর মাঝেই ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন বিরাট কোহলি। কিউইদের বিপক্ষে ৫৯ বলে তুলে নেন অর্ধশতক। এই জুটিতে ভর করে ২৮ ওভারেই দলীয় ২০০ রান তুলে নেয় ভারত। ক্রমেই বড় সংগ্রহের দিকে এগোতে ভারত।

কিউই বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে এই দুই ব্যাটারই তুলে নেন জোড়া সেঞ্চুরি। নিজের জন্মদিনে সেঞ্চুরি করে ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন বিরাট কোহলি। আর আজ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন বিরাট। ৫০ ওভারের সংস্করণে ৫০ সেঞ্চুরির মালিক বনে গেছেন ভারতীয় এ ব্যাটার।

এদিন সেঞ্চুরির পথে আরও একটি রেকর্ড গড়েছেন কোহলি। যে রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং ভারতের শচীন টেন্ডুলকারকে। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসের তালিকায় এতদিন রেকর্ড ছিল এই দুজনের। ২০০৩ সালে শচীন টেন্ডুলকার এবং ২০১৯ সালে সাকিব খেলেছিলেন ৭টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস। কোহলি টপকে গিয়েছেন সেই রেকর্ডও।

এমনকী এই এক সেঞ্চুরিতে আরও এক রেকর্ড ভেঙে দিলেন কোহলি। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের মালিক এতদিন ছিলেন শচীন। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় ৬৭৩ রান করেছিলেন তিনি। কোহলি আজ ছাড়িয়ে গেলেন সেটাও। এই ম্যাচের আগে কোহলির রান ছিল ৫৯৪। শতরানের পর এখন কোহলি আছেন ৬৯৪ রানে।

তবে সেঞ্চুরি তুলে নিলেও নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। ১১৩ বলে ১১৭ রান করে টিম সাউদির দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান সাজঘরে।

তার বিদায়ের পর সেঞ্চুরি তুলে নেন শ্রেয়ার আইয়ারও। আগের ম্যাচেও তিনি তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। কিউইদের আজ তিনি সেঞ্চুরি তুলে নেন ৬৭ বলে।

শেষ ওভারে শুভমান গিল আবারও মাঠে নামলে মাত্র ১ রান তুলতে পারেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান তোলে ভারত। শুভমান গিল ৮০ রানে ও লোকেশ রাহুল ৩৯ রানে অপরাজিত থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews