সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে আগামী রবি ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গণতন্ত্র মঞ্চের পক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল ঘোষণা করেছে।
অন্যদিকে তপশিল ঘোষণার প্রতিবাদে ১২ দলীয় জোটের নেতারা রাজধানীতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে জোট নেতারা হরতালের ঘোষণা দেন।
নেতারা বলেন, জনমত উপেক্ষা করে নির্বাচন কমিশনের তপশিল ঘোষণার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।