এক যুগ পর ভারতের মাটিতে হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনও ত্রুটি রাখছে না দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেট বিশ্ব যাতে আসরকে মনে রাখতে পারে এজন্য কোনও কমতি রাখতে রাজি নয় আয়োজকরা। তারই অংশ হিসেবে ফাইনালের জন্য ভাবা হয়েছে বিশেষ ভাবনা।
দুর্দান্ত পথচলায় ইতোমধ্যে ফাইনালে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এজন্য ফাইনাল ঘিরে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে ভারতজুড়ে। এমন আবহেই রোববারের ফাইনালের আগে আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতীয় বিমান বাহিনীর এক পারফরম্যান্স।
ভারতীয় বিমান বাহিনীর স্পেশাল টিম ‘সূর্যকিরণ’ পারফরম্যান্স করবে ফাইনাল শুরুর আগে। গুজরাতে থাকা ডিফেন্সের পিআরও মারফৎ এই খবরটি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জনপ্রিয় দৈনিক হিন্দুস্তান টাইমস।
শুক্রবার ও শনিবার এই বিশেষ শো'র জন্য অনুশীলন করবে ভারতীয় বিমান বাহিনী। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূর্যকিরণের টিমে রয়েছে ভারতীয় বিমানবাহিনীর বিশেষভাবে সক্ষম ৯টি এয়ারক্রাফট। যারা আকাশে স্পেশাল শো দেখাতে সিদ্ধহস্ত।
গোটা দেশ এমনকি বিশ্বজুড়ে নানা সময়ে এয়ার শো পারফর্ম করেছে ভারতীয় বিমান বাহিনীর এই স্পেশাল টিম। তাদের হলমার্ক হল আকাশে ম্যানুভার এবং নানা রকমের আকৃতি তৈরি করা। হঠাৎ করে উচ্চতায় ওঠা। সেখান থেকে নেমে পড়া। মাঝ আকাশে গতিতে একে অপরকে পাশ কাটানো এগুলোই হলো টিম সূর্যকিরণের ট্রেডমার্ক।
বিশ বছর পর বিশ্বকাপের ফাইনালে আবারও দেখা হবে ভারত ও অস্ট্রেলিয়ার। প্রতিশোধের জন্য এর চেয়ে ভালো মঞ্চ নিশ্চয় পাবে না স্বাগতিক ভারত।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।