এর আগে রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে রাইদা পরিবহন নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম। তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যের উল্লেখ করে জানানো হয়েছে, গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।