সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বগির ১৬-১৭টি সিট পুড়ে গেছে বলে জানা গেছে।
ট্রেনের ভেতর থেকে পেট্রল ভর্তি দুটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে পুলিশ।
সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার নুরুল ইসলাম জানান, স্টেশনে দাঁড়ানো অবস্থায় উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। রেলওয়ে স্টাফ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হয়। ফলে বড় দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়।
রেলওয়ে পুলিশ সুপার জানান, ট্রেনের যে বগিতে আগুন লেগেছে সেটির ভেতরে প্লাস্টিকের দুটি বোতল পাওয়া গেছে। বোতলগুলোতে পেট্রল ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে।
Leave a Reply