
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রবিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দেশের ৩০০ আসনের মধ্যে ঢাকা জেলায় আসন রয়েছে ২০টি। এর মধ্যে আটটি আসনে নৌকার কাণ্ডারি পরিবর্তন হয়েছে।
ঢাকার ২০ আসনে নৌকা পেলেন যারা-
ঢাকা-১ আসনে সালমান ফজলুর রহমান, ঢাকা ২ আসনে কামরুল ইসলাম, ঢাকা ৩ আসনে নসরুল হামিদ, ঢাকা ৪ আসনে সানজিদা খানম, ঢাকা ৫ আসনে হারুনুর রশিদ মুন্না, ঢাকা ৬ আসনে সাঈদ খোকন, ঢাকা ৭ আসনে সোলায়মান সেলিম, ঢাকা ৮ আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা ৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা ১০ আসনে ফেরদৌস আহমেদ, ঢাকা ১১ আসনে ওয়াকিল উদ্দিন, ঢাকা ১২ আসনে আসাদুজ্জামান খান কামাল, ঢাকা ১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক, ঢাকা ১৪ আসনে মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা ১৫ আসনে কামাল আহমেদ মজুমদার, ঢাকা ১৬ আসনে ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা ১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা ১৮ আসনে হাবিব হাসান, ঢাকা ১৯ আসনে ডা. এনামুর রহমান, ঢাকা ২০ আসনে বেনজির আহমেদ।
প্রসঙ্গত, মনোনয়ন ঘোষণার সংবাদ সম্মেলনে অন্যান্যদের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্যাহ, কামরুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
Leave a Reply