মাগুরা-১ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন ক্রিকেটার সাকিব আল হাসান।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের সময় এ কথা জানান আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
এর আগে তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন সাকিব। পরে তিনটি আসনেই তিনি মনোনয়নপত্র জমা দেন।
মাগুরা-১ ছাড়াও মাগুরা-২ ও ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন সাকিব।
মাগুরা-১ আসন সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত।
Leave a Reply