মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভ্রাসন)আসনের বর্তমান সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুব রহমান নিক্সন চৌধুরী স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রির্টানিং অফিসার ও জেলা জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের কাছে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দেন। এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন,জনগনের ভালোবাসা নিয়ে স্বতন্ত্র প্রাথী হিসেবে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি,এবারও নির্বাচিত হয়ে হ্যাট্রিক করতে চাই ইনশাআল্লাহ।প্রধান মন্ত্রী অঙ্গিকার বদ্ধ নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ন হবে।আর সুষ্টু নির্বাচনে জনগনের ভোটে বিপুল বিজয়ী হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান,একজন গুরুর ব্যবসায়ী ভালোবেসে আমার মনোনয়নের টাকা দিয়েছে।
Leave a Reply