মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে জেলা রিটানিং কর্মকর্তা ও প্রার্থীদের স্ব স্ব আসনের নির্ধারিত স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে জেলা রিটানিং কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদার এর কাছে মনোনয়নপত্র জমা দেন ফরিদপুর সদর ৩ আসনের আওয়ামীলীগের প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক ও স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ। এছাড়া ফরিদপুর ১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও স্বতন্ত্র থেকে আরিফুর রহমান দোলন, ফরিদপুর ২ আসনে শাহাদাব আকবর চৌধুরী লাবু ও স্বতন্ত্র থেকে জামাল হোসেন মিয়া, ফরিদপুর ৪ আসনে প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ,স্বতন্ত্র প্রাথী হিসেবে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এছাড়াও বিভিন্ন দল থেকে প্রার্থিতা জমা দেয়া হয়।
প্রার্থীরা তাদের সমর্থিত নেতাকর্মী নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।