মাহবুব পিয়াল,ফরিদপুর :ফরিদপুরের চাঞ্চল্যকর নগরকান্দার কলেজ ছাত্র সৌরভ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা ।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় ক্যাম্পাসে ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্র সৌরভ হত্যার সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবি জানান।
এ সময় সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় এর অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আলমগীর তালুকদার, নীলোৎপল সিকদার, শাহ আলম মোল্লা, ফারুক হোসেন, গোলাম মাহমুদ, তাপস সিকদার, রাজ্জাক তালুকদার, তাসলিমা আক্তার, তাসলিমা আক্তার পারভীন, সোনিয়া খাতুন, মোস্তাফিজুর রহমান, আফরোজা বেগম সহ কয়েক শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।
উল্লেখ্য গত (৮ ডিসেম্বর) শুক্রবার সকালে ফরিদপুরের ভাঙ্গা মোড় থেকে নগরকান্দা মহাবিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সৌরভের রহস্যজনক মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। সৌরভ উপজেলার মাঝিকান্দা গ্রামের স্বপন মালোর ছেলে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।