মাহবুব পিয়াল, ফরিদপুর : এ বছরের প্রথম শীতের দেখা পেল ফরিদপুরবাসী। ভোর থেকেই ঘন কুয়াশা ও শীতের কারণে নাকাল ফরিদপুরবাসীর জনজীবন। শীত ও ঘন কুয়াশার কারণে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। আর এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ ও দিনমজুর।
রবিবার ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে রাস্তাঘাট বাড়িঘর খোলা মাঠ সহ সর্বত্র। সেই সাথে রয়েছে তীব্র শীত। ঘন কুয়াশার কারণে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। যারাই রাস্তায় বের হয়েছে তারা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন।
এদিকে ঘন কুয়াশার কারণে ক্ষতির স্বীকার হচ্ছে কৃষি। কৃষকরা জানিয়েছেন, উঠতি ফসলের মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘন কুয়াশায়। ঘন কুয়াশা যদি আরো কয়েকদিন বজায় থাকে তাহলে ফসলের মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।
ফরিদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ফরিদপুরের তাপমাত্রা আজ সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ১৫. ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা। ফরিদপুরে এই তাপমাত্রার রেকর্ডের মধ্যে দিয়ে শীতের শুরুটা হলো বলে তিনি জানান ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।