সারা দেশে হরতাল ডেকেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।
শনিবার বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর মজবাজারের এলডিপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দিয়ে দলের নেতাকর্মী ও দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানান এলডিপি প্রেসিডেন্ট।
একই সঙ্গে শান্তিপূর্ণভাবে এই হরতাল কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান কর্নেল অলি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।