মাহবুব পিয়াল, ফরিদপুর : উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর শহরে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী বের করা হয়। পরে স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৮টায় দিবসটি শুরু হয় শহরের গোয়ালচামটে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. শাহজাহান প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদের প্রতিশ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি ও অঙ্গসংগঠন, জেলা জাতীয় পার্টি, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ক্রীড়া সংস্থাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও এনজিও প্রতিনিধিগণ শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জেলা প্রশাসকের নেতৃত্বে শহীদ স্মৃতিস্তম্ভ থেকে বিজয় র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহরের শেখ জামাল স্টেডিয়ামে গণকবরে এসে শেষ হয়। এরপর মুক্তিযুদ্ধে নিহত শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ৯টায় শেখ জামাল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। সেখানে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. শাহজাহান ।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।