আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে প্রতীক বরাদ্দ। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে এ কার্যক্রম শুরু হয়। ফরিদপুর-৩ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ পেয়েছেন ‘ঈগল’ প্রতীক।
ভোটযুদ্ধে ফরিদপুর-৩ সদর আসনে আরও আছেন ‘ডাব’ প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এম. এ. মুঈদ হোসেন, ‘লাঙ্গল’ প্রতীকে জাতীয় পার্টির এস. এম. ইয়াহিয়া, ‘একতারা’ প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেন এবং ‘নোঙ্গর’ প্রতীকে বিএনএম- এর গোলাম রব্বানী।
এছাড়াও ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আছেন- ‘নোঙ্গর’ প্রতীকে বিএনএম- এর শাহ মো. আবু জাফর, ‘নৌকা’ প্রতীকে আওয়ামী লীগের মো. আব্দুর রহমান, ‘একতারা’ প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির নূর ইসলাম শিকদার, ‘লাঙ্গল’ প্রতীকে জাতীয় পার্টির মো. আকতারুজ্জামান খান, ‘ঈগল’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান।
ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা উপজেলা) আসনে আছেন- ‘বটগাছ’ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জয়নাল আবেদীন বকুল মিয়া, ‘ঈগল’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. জামাল হোসেন মিয়া, ‘নৌকা’ প্রতীকে আওয়ামী লীগের শাহদাব আকবর।
ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসনে আছেন- ‘ঈগল’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ‘ঈগল’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, ‘নৌকা’ প্রতীকে আওয়ামী লীগের কাজী জাফর উল্লাহ, ‘লাঙ্গল’ প্রতীকে জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন, ‘ফুলের মালা’ প্রতীকে তরিকত ফেডারেশনের মাকসুদ আহমেদ, ‘একতারা’ প্রতীকে সুপ্রিম পার্টির মো. আলমগীর কবির, ‘ডাব’ প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. আলমগীর কবির।
এর আগে সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন।
আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তপশিল অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ৪ ডিসেম্বর বাছাই, ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল ও শুনানি, ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারের সময় বেঁধে দেওয়া হয়েছে।
এবার সংসদের ৩০০ আসনে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে ইসি। মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২ হাজার ৭১৬ জন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।