বছরজুড়ে শাহরুখ-রণবীর কাপুররা বক্স অফিসের লাগাম ধরে রাখলেও বছর শেষে ‘বক্স অফিস বাহুবলি’ প্রভাস সেই লাগাম নিজের হাতে নিয়ে নিলেন। এ বছর প্রভাসের মুক্তিপ্রাপ্ত ‘আদিপুরুষ’ বক্স অফিসে বাজেভাবে মুখ থুবড়ে পড়লেও সালার দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন এই অভিনেতা।দুর্দান্ত অ্যাকশন প্যাকড হলেও দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে সালার। দ্বিতীয় দিনের অগ্রিম বুকিংও বেশ ভাল। প্রথম সপ্তাহান্তেই ৪০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করবে সালার, তা বলার অপেক্ষা রাখে না।
প্রশান্ত নীল পরিচালিত সালারে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।
Leave a Reply