আয়ের ঝুলি সেভাবে ফুলেফেঁপে না উঠলেও প্রশংসার ঝাঁপি উপচে পড়ছে শাহরুখ খানের ‘ডানকি’র। ছবিটি অবৈধ অভিবাসন সমস্যার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। যা আসলেই একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ছবির গল্পের প্রশংসা করছেন বুঝদার দর্শকরা। সেইসঙ্গে চিরচেনা শাহরুখকে ফিরে পেয়ে খুশি অনেকে।
এ জন্যই হয়তো ভারতের রাষ্ট্রপতি ভবনে দেখানো হলো সিনেমাটি। ভারতীয় গণমাধ্যমের খবর, রবিবার (২৪ ডিসেম্বর) ‘ডানকি’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এদিকে সিনেমাটি রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হওয়ায় উচ্ছ্বসিত শাহরুখ খানের অনুরাগীরা। ছবিটিকে করমুক্ত ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ‘ডানকি’। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। হার্ডি ও তার চার বন্ধুর কাহিনি তুলে ধরা হয়েছে। স্বপ্নপূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।
শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকে অভিনয় করেছেন ‘ডানকি’ ছবিতে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।