ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত ২টার এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বন্ধ রাখা হয় ফেরি চলাচল। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ চলাচল স্বাভাবিক হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছে ওই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত ২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় চলাচল স্বাভাবিক হবে। এদিকে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ছোটবড় অসংখ্য যানবাহন নদী পার হওয়ার অপেক্ষায় আটকা পড়েছে।
Leave a Reply