ফরিদপুরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী তোফাজ্জল হোসেন সম্রাটের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে বলেন, আগামীকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সম্রাটের রিমান্ড চাওয়া হবে।
এর আগে বুধবার দুপুরে ফরিদপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সম্রাট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হকের অনুসারী ।
গত রোববার দুপুরে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর এবং কর্মীদের ওপর হামলা করা হয়েছে। এ সময় হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী সম্রাট বাহিনীর হামলায় এ. কে. আজাদের দুই কর্মী আহত হন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গেরদা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের গেরদা হাই স্কুল-সংলগ্ন ঈগল প্রতীকের এ. কে. আজাদের নির্বাচনী ক্যাম্পটি ভাঙচুর এবং হামলার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে থানায় অভিযোগ দেয়া হয়।
এ ছাড়া সম্রাটের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী পরিচালনা, চাঁদাবাজি, হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
Leave a Reply