গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা, রামপুরা কাঁচাবাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বিক্রেতারা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা, রামপুরা কাঁচাবাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বিক্রেতারা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে।
সবজির দাম বাড়তি
বাজারে এখন প্রচুর শীতের সবজি। সরবরাহও ভালো। এর পরও বেশির ভাগ সবজির দাম বাড়তি। মানভেদে শিম ৬০ থেকে ১০০ টাকা, গোল বেগুন ৬০ থেকে ১০০ টাকা, লম্বা বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। লম্বা লাউ প্রতিটি ৯০ থেকে ১০০ টাকা।
মহাস্থানহাটে সবজির দাম কমেছে
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার পাইকার বাজার খ্যাত মহাস্থানহাটে দুই দিন ধরে সবজির দাম কিছুটা কমতির দিকে। সাদা আলু প্রতি মণ বিক্রি হচ্ছে এক হাজার ৭০০ টাকা থেকে এক হাজার ৮০০ টাকায়। আগের দিন মণপ্রতি দাম ছিল এক হাজার ৯০০ টাকা।
চট্টগ্রামে আলুর দাম নিয়ন্ত্রণে অভিযান
চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, আলুর দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের আড়তে গতকাল অভিযান চালিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মূল্যতালিকা ও ক্রয় রসিদ দেখাতে না পারায় চারটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply