ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। এমন ভিন্ন সমীকরণে মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি হয় দুই দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।
১২তম ওভারে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলে নিউজিল্যান্ড।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ২ রান করে আউট হন ফিন অ্যালেন। তবে শুরুর ধাক্কা সামালে ড্যারিল মিচেল ও টিম সেইফার্ট ভালই খেলছিলেন। এসময় আবারও আঘাত হানেন তানজিম সাকিব। তুলে নেন সেইফার্টের উইকেট। ২৩ বলে ৪৩ রান করেন সেইফার্ট।
এদিকে একাদশে লিটনের জায়গায় সুযোগ পেয়েছিলেন শামিম হোসেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।