ফরিদপুরের চারটি আসনে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হচ্ছে। সদর উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় থেকে দুপুরের পর থেকেই এসব কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট বাক্সসহ আনুষাঙ্গিক সরঞ্জাম। জেলা রিটানিং কর্মকর্তা জানিয়েছেন ফরিদপুরের চারটি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১৪টি। এরমধ্যে ৫৫টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ন হিসাবে চিহিৃত করা হয়েছে। পুরো নির্বাচনী এলাকায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিনি জানান, চারটি আসনে ৩৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১০ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৪ জন জজ দায়িত্বে থাকবেন। এছাড়া পুলিশ, আনছার, বিজিবির পাশাপাশি স্টাইকিং ফোস হিসাবে সেনাবাহিনী ও র্যাব টহলে থাকবে।
ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, জেলার চারটি সংসদীয় আসনের ৬৫৪টি কেন্দ্রের নির্বাচনী সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচন শান্তিপূর্ণ করতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া জেলার অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত ফোর্স নিয়োগ করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ জেলায় মোট ভোটার ১৬ লাখ ৫১ হাজার ৬৯৩জন। চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী ২১ জন। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কেবলমাত্র নির্বাচনের দিন সকালে সব কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।