ফরিদপুর-৩ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। বেসরকারিভাবে প্রাপ্ত আংশিক ফলাফলে দেখা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হকের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ।
ফরিদপুর-৩ আসনে ১৫৪ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৪৩টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এই ১৪৩ কেন্দ্রের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৭৫ ভোট আর নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৬৭ হাজার ৯০৬ ভোট।
এই ১২৫ কেন্দ্রের ফলাফলের হিসাবে ৬০ হাজার ৮৬৯ ভোটের ব্যবধানে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ নৌকার প্রার্থী শামীম হকের চেয়ে এগিয়ে আছেন।
এই আসনে আর মাত্র ১১টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।