মাহবুব পিয়াল,ফরিদপুর :ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক আব্দুল খালেক মাস্টার ফাউন্ডেশন এর উদ্যোগে ও আমেরিকা প্রবাসী তার বড় ছেলে মো: ফরিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে ফরিদপুর শহরের স্টেশন রোডে দুইশতাধিক মানুষের মধ্যে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
ফরিদপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ মোঃ মোজাফফর হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে মরহুম আব্দুল খালিক মাস্টারের ছোট ছেলে ফরহাদুর রহমান ফরহাদ, ভাগ্নে বাহারুল লতিফ, কলেজ শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন, রাজনীতিবিদ এটিএম জামিল তুহিন,মো:মাহবুবুর রহমান, মো:আশফাক মিয়া, জাকির হোসেন রইচ, মো:ফয়জুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মরহুম আব্দুল খালেক মাস্টারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও মোনাজাত পরিজালনা করেন মাওলানা মো: রুহুল আমীন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।