বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের চতুর্থ দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট স্ট্রাইকার্সের পর দুর্দান্ত ঢাকাকে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। এই জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম।
সোমবার (২২ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আসরের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম-ঢাকা। প্রথমে ব্যাট করে এদিন নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান তোলে ঢাকা।
সাদামাটা এ টার্গেটের জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন তানজিদ হাসান তামিম।
এদিন টসে জিতে শুরুতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। তবে খুব একটা সুবিধা করতে পারেনি ঢাকার ব্যাটাররা। দ্বিতীয় ওভারেই আল-আমিনের বলে মুখে গুরুতর আঘাত পান দুর্দান্ত ঢাকার ওপেনার দানুশকা গুনাথিলাকা। পরে তার জায়গায় কনকাশন সাব হিসেবে ব্যাটিংয়ে নামেন লাসিথ ক্রসপুলে।
ঢাকার ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার মাঝে সেই ক্রসপুলই হয়ে দাঁড়ান দলের প্রধান হাতিয়ার। ব্যাট হাতে দাপট দেখান চট্টগ্রামের বোলারদের ওপর। ৩১ বলে ৪৬ রানে আউট হওয়ার আগে চট্টগ্রামকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়ে গেছেন তিনি।
ক্রসপুলের ওই ইনিংস ও ইরফার শুক্কুরের ২৬ বলে করা ২৭ রানে ভর করে ৮ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তোলে মোসাদ্দেক হোসেনের দল। চট্টগ্রামকে ১৩৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় ঢাকা।
Leave a Reply