মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার অসিত্ব টাওয়ারের ১০ তলা থেকে লাফ দিয়ে চক্ষু বিশেষজ্ঞ ডা. ফিরোজা বেগম নামে এক নারী ডাক্তারের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে। সে ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নিরঞ্জন কুমার দাস এর স্ত্রী। তারা স্বামী-স্ত্রী ওই টাওয়ারে বসবাস করতেন। তাদের কলেজ পড়ুয়া একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের অসিত্ব টাওয়ারের ১০ তলা থেকে লাফ দিয়ে চোখের ডাক্তার ফিরোজা বেগমের মৃত্যু হয়। পরের স্থানীয়রা এসে লাশ দেখে পুলিশকে খবর দেয়। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা পুলিশ জানাতে পারেনি। ডা. ফিরোজা বেগম ফরিদপুর জহুরুল হক চক্ষু হাসপাতালের চোখের ডাক্তার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
নিহতের স্বামী ডাঃ নিরঞ্জন কুমার দাস জানান, সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার বেলাল হোসেন জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কি কারণে তার এই মৃত্যু সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান। #
Leave a Reply