মাহবুব পিয়াল,ফরিদপুর :ফরিদপুরের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুল আলম শেখ।
রবিবার দুপুরে শহরের কমলাপুরস্থ্য পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে আসলে সচিব মোঃ খায়রুল আলম শেখকে ফুল দিয়ে স্বাগত ও অভিনন্দন জানান শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপ- প্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা আক্তার।
এসময় ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসান, সহকারি পরিচালক কে এম নুরুল হুদা, মো:সাইদুর রহমান মৃর্ধাসহ অন্যান্য কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ সচিব মোঃ খাইরুল আলম - শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং নিবাসী শিশুদের সাথে কথা বলেন এবং পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম এর প্রশংসা করে প্রতিষ্টানের উত্তোরত্তর সাফল্য কামনা করেন এবং প্রতিষ্টানটিকে আরো ভালো পর্যায়ে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগতার আশ্বাস দেন।
এসময় ফিতা কেটে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেনসমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুল আলম শেখ।
পরে নিবাসী শিশুদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।