আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তথা ৫৭তম বিশ্ব ইজতেমা। রোববার (১১ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ নদের তীরে সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে ইজতেমার এ পর্বের আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।
শেষ পর্বের ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাস, ট্রেন, ট্রাক, লঞ্চ, নৌকাযোগে কেউবা পায়ে হেঁটে দলে দলে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। এ আসা আখেরি মোনাজাতের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করছেন আয়োজক কমিটির মুরুব্বিরা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ফজরের পরে বয়ান করেন ভারতের মাওলানা সাঈদ বিন সাদ। তার বক্তব্য বাংলায় তরজমা করেন মুফতি ওসামা ইসলাম। পরে সকাল সাড়ে ১০টার দিকে তালিমে হালকা মোয়াল্লেমদের সঙ্গে কথা বলেন মাওলানা আব্দুল আজিম। যোহরের পরে বয়ান করবেন মাওলানা শরিফ। বাংলায় তরজমা করবেন মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পরে বয়ান করবেন মাওলানা ওসমান। তার বক্তব্য বাংলা তরজমা করবেন মাওলানা আজিম উদ্দিন। বয়ানের পর যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। মাগরিবের পরে বয়ান করবেন মুফতি ইয়াকুব (ভারত) আর তার বক্তব্য বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।
রোববার ফজরের পরে বয়ান করবেন মুফতি মাকসুদ (ভারত) তার বক্তব্য বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।