মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫ ফুট উচ্চতার ম্যুরাল ‘পিতা এবং মুজিব মঞ্চ’ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় উদ্বোধন ও বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান এমপি। এসময় তিনি ফলক উন্মোচন করেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -৩ সদর আসনের সংসদ সদস্য এ কে আজাদ।অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীর।
এসময় পুলিশ সুপার মোহাম্মাদ মোর্শেদ আলম, জেলা আওয়ামীলীগ সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।