পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে ১০২তম অবস্থানে গেলো বাংলাদেশ। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।
দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচকের তথ্যমতে, ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১০২তম। ২০২৩ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। বাংলাদেশের সঙ্গে ১০২তম অবস্থানে আছে উত্তর কোরিয়া।
প্রতিবেদন থেকে জানা গেছে, বর্তমান সূচক অনুযায়ী, আগাম ভিসা ছাড়া ৪২টি দেশ ভ্রমণ করতে পারেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। কিন্তু ২০২৩ সালের সূচক অনুযায়ী, ৪১টি দেশ ভ্রমণ করতে পারতো।
১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে সূচকটি তৈরি করেছে দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। সূচকে প্রথম অবস্থানে আছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
সূচকে সবার তলানিতে রয়েছে আফগানিস্তান। ২৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন দেশটির পাসপোর্টধারীরা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।