রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ভয়াবহতার জন্য অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকাকে দায়ী করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান।
ডিজি বলেন, এ ভবনের একটি মাত্র সিঁড়ি এবং ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান্ট ছিল না। যে কারণে ক্ষয়ক্ষতিসহ প্রাণহানির ঘটনা ঘটেছে।
ভবনটি ফায়ার সার্ভিসের মনিটরিংয়ের আওতায় ছিল কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, তাদেরকে তিনবার নোটিশ করা হয়েছিল।
ভবনটি আবাসিক না বাণিজ্যিক ছিল এ প্রশ্নের উত্তরে ডিজি বলেন, এটি রাজউক ভালো বলতে পারবে।
উপস্থিত গণমাধ্যমকর্মীরা আরো বিস্তারিত জানতে চাইলে তিনি তদন্তের পর জানাবেন বলে জানান।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৪৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।