প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৪, ৫:৩৭ পি.এম
মসজিদের ইফতার আয়োজন নিষিদ্ধ করল সৌদি কর্তৃপক্ষ
মসজিদের ইফতার আয়োজন নিষিদ্ধ করল সৌদি কর্তৃপক্ষ। রমজানের আগেই এই নিষেধাজ্ঞা দিয়ে রাখল দেশটির মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স।
মসজিদের ভেতরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
এক নির্দেশনায় দেশটির মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স জানায়, পরিচ্ছন্নতা রক্ষার স্বার্থে মসজিদের ভেতরে যেন ইফতার আয়োজন করা না হয়। ইমাম এবং মুয়াজ্জিনরা মসজিদ প্রাঙ্গণে ইফতার সারবেন, তবে ইফতার আয়োজনের উদ্দেশ্যে মসজিদে কোনো তাবু টানানো যাবে না।
নির্দেশনায় আরও বলা হয় ইফতার আয়োজনের উদ্দেশ্যে ইমাম এবং মুয়াজ্জিনরা মুসল্লিদের কাছ থেকে কোনো চাঁদা উঠাতে পারবেন না।
ওই নির্দেশনায় নামাজের ভিডিও টিভিতে বা অনলাইনে প্রচার করাও নিরুৎসাহিত করা হয় এবং মসজিদের ক্যামেরার ব্যবহার ও ভেতরে ছবি তোলাকে নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১০ মার্চ থেকে সৌদি আরবে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।