অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল কলকাতার সিনেমায় কাজ করবেন পরীমনি। এবার সেই খবরেই সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। জানালেন খুব শিগগিরই সিনেমার শুটিঙ শুরু হবে।
দিন কয়েক আগেই কলকাতায়ও গিয়েছিলেন পরীমণি।
পরীমনি জানালেন, টলিউডে অভিষেক ঘটতে চলেছে তার। ছবির নাম ‘ফেলুবকশি’। মার্চ মাস থেকেই শুরু হবে শুটিং। ছবিতে পরীমণির বিপরীতে থাকছেন তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী।
জানা যায়, এটি একটি থ্রিলারধর্মী ছবি। পরীমণির চরিত্রের নাম লাবণ্য। তবে ছবির প্রসঙ্গে এর থেকে বেশি কিছু এখনই বলতে চাননি অভিনেত্রী।
উল্লেখ্য, এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন পরীমনি। তবে, এই প্রথমবার কলকাতার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন এই নায়িকা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।